জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় দুর্গাপুজো করতে বাধা দেওয়া হয়। ভোটের প্রচারে এমনটাই অভিযোগ তুলেছিল বিজেপি। সেই দুর্গাপুজোর উদ্বোধন করতে আসছেন অমিত শাহ, জে পি নাড্ডারা। এখানেই শেষ নয়, রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজোর অনুদান দেওয়াকে কেন্দ্রে করেও রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। এনিয়ে মামলাও হয়েছে। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় হেঁটেই রাজ্যের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'অনেক চেষ্টা হয়েছিল বাংলায় ধর্মযুদ্ধ লাগানোর', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক


কয়কদিন আগেই দুর্গাপুজোয় চাঁদার নাম করে বিপুল পরিমাণ টাকা তোলার সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পর দিনই ওই ঘোষণা করলেন তিনি। সোমবার ডিব্রুগড়ে বিশ্বশর্মা বলেন, ' পুজো কমিটিগুলিকে এককালীন কিছু টাকা দেওয়া হবে। এতে চাঁদার নামে বাজার থেকে বিপুল টাকা তোলার প্রবণতা কমবে।' সূত্রের খবর, রাজ্যের মোট ৭ হাজার পুজো কমিটিকে অনুদান দেওয়া হবে। এনিয়ে অবশ্য কোনও আপত্তি করেনি রাজ্য বিজেপি।


দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া সংবাদমাধ্যমে বলেন, 'পুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'  উল্লেখ্য, বাংলার ক্ষেত্রে যে যেখানে আপত্তি অসমের ক্ষেত্রে তা নয় কেন? কেন বিজেপির এই দ্বিচারিতা? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এনিয়ে সংবাদমাধ্যমে বলেন, বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকে খত্ দিয়ে ক্ষমা চাওয়া। বাংলার সব প্রকল্পের নকল করে ওরা। তাই মমতা সমালোচনার জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত।


বাংলার ক্লাবগুলির পরিকাঠামোগত উন্নতির জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় ২৫ হাজার টাকা দিয়ে শুরু করা হয়। কোভিডকালে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। এবার পুজো কমিটিগুলিকে বিদ্যুত্ বিলেও ছাড় দেওয়া হয়েছে। সিইএসসি ও রাজ্য বিদ্যুত্ নিগম ঘোষণা করেছে এবার পুজোয় বিদ্যুত্ বিলের এক চতুর্থাংশ দিতে হবে।  


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)