ওয়েব ডেস্ক : ‘হিন্দি কখনও আমাদের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না’। তাই দেশের সব মানুষের ওপর হিন্দি ভাষা কখনও চাপিয়ে দেওয়াও যাবে না। একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এবার এমনই দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি অভিযোগ, ভারতীয় জনতা পার্টি ‘সাম্প্রদায়িক’। বিজেপি ভারতের ভারতের সাম্প্রদায়িক ঐক্য নষ্ট করছে বলেও অভিযোগ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন, হিন্দি কখনও ভারতের রাষ্ট্রীয় ভাষা তো নয়ই। তামিল, তেলুগুর মত এটিও একটি ভাষা। তাই বলে এই নয় যে কোনও ভাষার বিরুদ্ধাচারণ করা হচ্ছে। এমন মন্তব্যও করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।


সম্প্রতি বেঙ্গালুরুর একাধিক মেট্রো স্টেশনের নামের হিন্দি বোর্ড খুলে দেওয়া হয়। পাশাপাশি কর্ণাটকের জন্য পৃথক পতাকা তৈরির দাবিও তোলা হয়। আর সেই দাবিকে আরও একধাপ এগিয়ে এবার হিন্দি রাষ্ট্রীয় ভাষা নয় বলে মন্তব্য করেন সিদ্ধারামাইয়া। প্রসঙ্গত, কর্ণাটকের মেট্রো স্টেশনগুলির নাম কেন হিন্দিতে থাকবে, তা নিয়ে এর আগেই অভিযোগ করেন সিদ্ধারামাইয়া।