নিজস্ব প্রতিবেদন :  অর্থের অভাব সঙ্গে ঋণের ভারে জর্জরিত দেশের বেসরকারি বিমান পরিবহণ সংস্থা জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে গিয়েছে। রাতারাতি কর্মহীন হয়ে পড়েন সংস্থার প্রায় ২০ হাজার কর্মী। সূত্রের খবর, সেই জেটের মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করল হিন্দুজা গোষ্ঠী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেটে বিনিয়োগের জন্য দরপত্র কিনতেও আগ্রহী হিন্দুজা গোষ্ঠী। গোপীচাঁদ হিন্দুজা এবং অশোক হিন্দুজা দুই ভাই বর্তমানে হিন্দুজা গোষ্ঠীর কর্ণধার। দুজনেই কাউকে পার্টনার করে বিড করতে চাইছে বলে জানা গিয়েছে। ১৫ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন। যদিও আগে মুম্বইয়ের একটি বিমানসংস্থা সিনার্জি গ্রুপ কর্প জেট কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল।


যদিও এর আগে হিন্দুজা গ্রুপ ইত্তিহাদের সঙ্গে যুগ্মভাবে জেট এয়ারওয়েজ কেনার ব্যাপারে প্রাথমিকভাবে আগ্রহ দেখায়। গোপীচাঁদ হিন্দুজা জানিয়েছেন এবার তাঁরা জেট এয়ারওয়েজ কেনার ব্যাপারে আশাবাদী কেবলমাত্র কোনও আইনত সমস্যা না হলে।


আরও পড়ুন- ক্রেতা না পাওয়া গেলে, বন্ধ হয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়া!