নিজস্ব প্রতিবেদন: জম্মু কাশ্মীরে গ্রেফতার হল হিজবুল মুজাহিদিনের জঙ্গি রিওয়াজ আহমেদ। কয়েকদিন ধরে AK 47 হাতে তার ছবি ভাইরাল হয়েছিল। উপত্যকায় মূলত যুবকদের মগজধোলাইয়ের কাজ করত সে। শ্রীনগরে একটি জঙ্গি হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তাকে খুঁজছিল পুলিস। রবিবার কিস্তওয়ার থেকে গ্রেফতার করা হয় তাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিসের তরফে জানানো হয়েছে, মূলত যুবকদের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ানো ছিল তার কাজ। একই সঙ্গে জঙ্গিদের জন্য তোলাবাজিও করত সে। রিওয়াজের সঙ্গে গ্রেফতার হয়েছে তার এক সঙ্গীও। 


 



স্থানীয় পুলিস আধিকারিক জানিয়েছেন, জুলাইয়ে শ্রীনগরে একটি জঙ্গিহামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তৌরিফ গুন্দনা ও রিওয়াজ আহমেদের হাত ছিল বলে অনুমান। গত জুলাইয়ে শ্রীনগরের পারিমপোরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু হয়েছিল। ওই ঘটনায় আরও ১ জঙ্গিকে খুঁজছে পুলিস।