ওয়েব ডেস্ক: জঙ্গি নিয়ন্ত্রণে ভারতের বড় সাফল্য। শুক্রবার কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের 'পোস্টার বয়' বুরহান মুজাফ্ফর ওয়ানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল নিরাপত্তারক্ষীদের ছোঁড়া গুলিতে বুরহান ছাড়াও নিহত হয়েছে আরও দুই জঙ্গি। জানা যাচ্ছে মৃত্যুকালে বুরহানের বয়স হয়েছিল বাইশ বছর।


বয়সে তরুণ এই জঙ্গি নেতা অতীতে বহুবার ভিডিও বার্তার মাধ্যমে যুবকদের হিজবুলে যুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। বুরহানের মৃত্যুকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।


ঢাকার মতোই কিশোরগঞ্জ সন্ত্রাসেও জোরালো হচ্ছে আইসিস যোগের ইঙ্গিত


হিজবুল মুজাহিদিন হল সেইসব জঙ্গিগোষ্ঠীর অন্যতম যারা 'স্বাধীন কাশ্মীরের' দাবিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে থাকে। প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত সাবলীল বুরহান অল্পদিনের মধ্যেই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে চলে আসে যুব প্রজন্মের উপর তার প্রভাবের কারণে।