ওয়েব ডেস্ক : গুরমিত রাম রহিম সিং-এর ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ইনসানকে গ্রেফতার করেছে পুলিস কিন্তু, হানিপ্রীতকে পাকড়াও করলেও, তাঁর কাছ থেকে এমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা যায়নি বলে খবর। তবে, সিরসায় ডেরা সচ্চা সওদার অফিস থেকে একটি হার্ড ডিস্ক উদ্ধার করেছে হরিয়ানা পুলিস। ওই হার্ড ডিস্কেই বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, রাম রহিমকে গ্রেফতারের পর তার প্রাসাদে তল্লাসি চালায় হরিয়ানা পুলিস। এবং, ডেরার আইটি সেল থেকে একটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়। কিন্তু, হার্ড ডিস্কটির অবস্থা ভাল না থাকায়, সেখান থেকে প্রথমে কিছু উদ্ধার করা যায়নি। কিন্তু, পরে ওই হার্ড ডিস্ক থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু তথ্য। ওই হার্ড ডিস্ক থেকে রাম রহিমের ৭০০ কোটির সম্পত্তির হদিস পাওয়া যাবে বলে মনে করছে প্রশাসন।


যদিও ডেরা সচ্চা সওদা প্রধানের সম্পত্তির পরিমাণ কত, এবং তার কুকীর্তির সম্পর্কে তদন্ত করতে শিগগির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মাঠে নামবে বলে জানা যাচ্ছে। তবে কবে থেকে এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।