নাগপুর: তিন সপ্তাহ গৃহবন্দী নাগপুরের রাজু মেসরাম। কারণ একটি কাক। রাজু বাড়ির বাইরে  এলেই তাঁর উপর ঝাপিয়ে পড়ছে কাকটি!  এমনকি দরজা খোলা থাকলে কাকটি  ঢুকে পড়তে চাইছে ঘরে! পুলিস, পুরসভা, বনদফতর কোথাও গিয়েই   সমস্যার সমাধান পাননি রাজু।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সপ্তাহ তিনেক আগে বাড়ি  সামনে জল ভরছিলেন  নাগপুরের অটোচালক রাজু মেসরাম। তখনই অতর্কিতে কাকের হামলা। পরপর তিন বার রাজুকে ঠুকরে দেয় কাকটি। সেই শুরু। তার পর যখনই রাজু ঘর থেকে বেড়িয়েছেন চড়াও হয়েছেন কাক বাবাজি!


কাকের তাণ্ডবে শেষ পর্যন্ত পুলিসের দ্বারস্থ হয়েছিলেন রাজু। সাহায্য চেয়ে ছিলেন বন দফতররেও।


কিন্তু কেন এমন করছে কাকটি?  বিশেষজ্ঞদের  মতে এর পিছনে থাকতে পারে কোনও গভীর কারণ


কারণ যাই হোক, কাকের ভয়ে এখন ঘর বন্দি রাজু মেসরাম।  রাজুর পরিবারের আশা একদিন ঠিক এই সমস্যা থেকে রেহাই মিলবে।