ওয়েব ডেস্ক:  গোরক্ষপুরের পর এবার ছত্তিশগড়ের রাইপুর। সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেল তিন শিশু। তবে অক্সিজেন না থাকার জন্য নয়, বরং অক্সিজেন সরবারহ বন্ধ করে দেওয়ার অভি‌যোগ উঠল মত্ত হাসপাতাল কর্মীর বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর প্রদেশে শিশু মৃত্যুর পর এনিয়ে রাজ্যে এতটাই হইচই শুরু হয়ে গেছে ‌যে ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রমণ সিং। রাজ্য সরকার গোটা ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তবে ইন্ডিয়া টুডে-র খবর, স্থানীয় একটি একটি সংবাদ পত্রের দাবি, রোগীদের অক্সিজেন সরবারহ ‌যিনি দেখাশোন করেন সেই হাসপাতাল কর্মী রবি চন্দ্রকে মত্ত অবস্থায় ধরা হয়। তিনিই নাকি নেশার ঘোরে অক্সিজেন সরবারহ বন্ধ করে দেন দেন। রবিকে গ্রেফতার করেছে পুলিশ।


এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে রোগীদের জন্য সরবারহ করা অক্সিজেনের প্রসার কমে গিয়েছিল। কিন্তু সরবারহ বন্ধ হয়নি। সিএমও ও মেডিক্যাল সুপার তা জানার পরই বিষয়টি সমাধান করে দেন। ‌যে তিন শিশু মারা গেছে তারা আগেই গুরুতর অসুস্থ ছিল।


আরও পড়ুন-ট্রেনের ছাদ ফুটো করে ঢুকে গেল বড়সড় বোল্ডার, গুরুতর আহত ৩ ‌যাত্রী