ওয়েব ডেস্ক: সকালে ঘুম ভেঙেছিল ব্যাঙ্কের এসএমএসে। কানপুরের উর্মিলা যাদব দেখেন তিনি রাতারাতি ৯৫.৭ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেন উর্মিলা। স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় ২০০০ টাকা দিয়ে নিজের একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। গত সপ্তাহে হঠাত্ই ব্যাঙ্ক থেকে এসএমএস আসে তার অ্যাকাউন্টে ৯.৯৯ লক্ষ টাকা জমা পড়েছে। কাছেপিঠের স্টেট ব্যাঙ্কে ছুটে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে মোট রাশির পরিমান ৯৫,৭১,১৬,৯৮,৬৪৭.১৪ টাকা। আর তাতেই তিনি হয়ে যান বিশ্বের সবথেকে ধনী। যদিও, মাত্র কয়েক ঘণ্টার জন্য।


ব্যাঙ্ক জানিয়েছে সার্ভারে গণ্ডগোলের জন্যই এই ধরণের ভুল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খুলেছেন উর্মিলা।