নিজস্ব প্রতিবেদন: পরপর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। শনিবার এক বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিল এনডিএ। নির্বাচনী প্রচারে বিজেপি এমনই প্রতিশ্রুতি দিলেও তা মানতে পারছে না আরজেডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভারতীয় ছবি ও নাটকে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়


নীতীশের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে সরব হয়েছেন আরজেডি নেতা মনোজ কুমার ঝা। রবিবার তিনি বলেন, 'একজন মাত্র ৪০ আসন নিয়ে কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন!'


আরজেডি নেতা বলেন, মানুষ নীতীশের বিরুদ্ধেই ভোট দিয়েছে। নাস্তানাবুদ হয়েছেন নীতীশ। বিহারের মানুষ শীঘ্রই এক বিকল্পের খোঁজ করবে।হয়তো তা হতে এক সপ্তাহ কিংবা একমাস লাগতে পারে। কিন্তু হবেই। 


উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে, এনডিএ পেয়েছে ১২৫ আসন। এক মধ্যে বিজেপি একাই পেয়েছে ৭৪ আসন। নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে ৪৩ আসন। এনডিএর অন্য শরিকরা পেয়েছে আরও ৮ আসন। অন্যদিকে, আরজেডি একাই পেয়েছে ৭৫ আসন।


আরও পড়ুন- প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়


নতুন সরকারে নীতীশের কোনও জায়গা থাকবে না বলেও মন্তব্য করেছেন মনোজ ঝা। তিনি বলেন, বিহারের ভাগ্য নিয়ন্ত্রণ করবে বিজেপি। সেখানে নীতীশের কিছু বলার থাকবে না। নীতীশকে তা মেনে নিতেই হবে।