অস্থায়ী ব্রিজ দিয়ে উত্তাল নদী পারাপারের ভিডিওটা দেখলে আঁতকে উঠবেন!
প্রবল বর্ষায় ইতিমধ্যেই ৫৮ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। বিপদসীমার উপর দিয়ে বইছে সব নদী। ফুঁসছে অলকানন্দা, ভাগীরথী, গঔলা, গঙ্গা। একনাগাড়ে বৃষ্টিতে যখন-তখন যেখানে সেখানে নামছে ভূমিধস। ফুলেফেঁপে ওঠা নদীর জলের স্রোতে ধুয়ে গেছে ব্রিজ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।
ওয়েব ডেস্ক : প্রবল বর্ষায় ইতিমধ্যেই ৫৮ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। বিপদসীমার উপর দিয়ে বইছে সব নদী। ফুঁসছে অলকানন্দা, ভাগীরথী, গঔলা, গঙ্গা। একনাগাড়ে বৃষ্টিতে যখন-তখন যেখানে সেখানে নামছে ভূমিধস। ফুলেফেঁপে ওঠা নদীর জলের স্রোতে ধুয়ে গেছে ব্রিজ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।
এমন পরিস্থিতি বৃষ্টি-ভূমিধস বিধ্বস্ত উত্তরাখণ্ডে যে ছবি সামনে এল, তা দেখলে শিউরে উঠতে হয়। অস্থায়ী ব্রিজ দিয়ে উত্তাল নদী পারাপারের সেই ভিডিও দেখুন,
এদিকে আবহাওয়া দফতর এখনও কোনও আশার কথা শোনাতে পারেনি। বরং আরও আশঙ্কার বাণীই শুনিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাখণ্ডের ছয় জেলায় দেরাদুন, হরিদ্বার, চামোলি, রুদ্রপ্রয়াগ, গোপেশ্বর ও বাগেশ্বরে আরও ২০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।