নিজস্ব প্রতিবেদন: বহু ঢাকঢোল পিটিয়ে বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়েসি। বিজেপি, আরজেডির সঙ্গে লড়াই করে বের করে এনেছিলেন ৫ আসন। বুধবার তাদের ৪ জনই দল ছেড়ে দিলেন। যোগ দিলেন আরজেডিতে। ফলে এখন ওয়েসির হাতে রইল মাত্র ১ বিধায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহারে ২৪৩ আসনের বিধানসভায় আরজেডির বিধায়ক সংখ্যা ছিল ৮০। এবার তা বেড়ে হল ৮৪। মিম-এর ৫ বিধায়কের মধ্যে একমাত্র আখতারুল ইমান ছাড়া বাকী ৪ বিধায়ক মহম্মদ ইজহার আসিফ, শহনাওয়াজ আলম, সৈয়দ রুরুনুদ্দিন, আজহার নাইমি ওয়েসির হাত ছেড়ে যোগ দিলেন তেজস্বী যাদব শিবিরে।


মিমের ওই ৪ বিধায়কের আরজেডিতে যোগদান নিয়ে দলের নেতা তেজস্বী যাদব সংবাদমাধ্যমে বলেন, মিমের ৫ বিধায়কের মধ্যে ৪ জনই আজ আমাদের দলে যোগ দিয়েছেন। এখন আমরা বিধানসভায় সর্ববৃহত্ দল।


উল্লেখ্য, বিহার বিধানসভার নির্বাচনে আরজেডিকে একদিকে যেমন ডুবিয়েছিল কংগ্রেস, তেমনি অন্যদিকে সীমাঞ্চল এলাকায় তাকে জোর ধাক্কা দিয়েছিল ওয়েসির দল মিম-ও। সংখ্যালঘু অধ্যুসিত সীমাঞ্চল এলাকায় মিমের ১৪ বিধায়কের মধ্যে জয়ী হয়েছিলেন ওই ৫ জন। 


আরও পড়ুন- ছিটকে গেলেন রোহিত, অধিনায়ক জসপ্রীত বুমরা, চলে এল বড় আপডেট   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)