ওয়েব ডেস্ক : ঝাড়খণ্ডের লোহারদাগ্গাতে উদ্ধার হল ৫০-এরও বেশি ল্যান্ডমাইন, কন্টেনার বোমা। পুলিস ও আধা সামরিক বাহিনীর যৌথ অভিযান চালায়। দিন দুয়েক আগে এই একই স্থান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, জোনাল মাওবাদী নেতা নকুল যাদবকে জেরা করেই লোহারদাগ্গার হাসরু জঙ্গলের ভিতর এই অস্ত্রভান্ডারের খোঁজ পাওয়া যায়। প্রায় ৫৩টি ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে। যার প্রত্যেকটিরই ওজন ৫০০ গ্রাম। আর একটি কন্টেনার বোমা উদ্ধার হয়েছে। যার ওজন ১০ কেজি। একইসঙ্গে পুলিস আরও ২০ বাণ্ডিল কোডেক্স তার, বোমা তৈরি মশলা ৫০ কেজি ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করেছে।


আরও পড়ুন, জানা নেই রায়, রাঁধুনির 'নয়া জীবন' নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত 'নাবালক'-এর