জি ২৪ ঘণ্টা জিডিটাল ব্যুরো: ভয়ংকর পরিস্থিতি। প্রবল তুষারপাতে কাবু হিমাচল প্রদেশ। মোটা তুষারের চাদরে ঢেকেছে সিমলা, মানালি-সহ জম্মু-কাশ্মীরের এক বিরাট অংশ। ক্রিসমাসে হিমাচল প্রদেশ যেন এক শুভ্র ওয়ান্ডারল্যান্ড। রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনায় এখনই মৃত ৪ জন। পুরু তুষারপাতের জেরে বন্ধ করে দিতে হয়েছে ২২৩ রাস্তা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দক্ষিণবঙ্গের ৩ জেলায় ২২ কোম্পানি জওয়ান মোতায়েনের নির্দেশ, কী হচ্ছে বাংলাদেশ সীমান্তে?


গত কয়েকদিন ধরেই প্রবল তুষারপাত হচ্ছে কিন্নর, লাহুল-স্পিতি, সিমলা, কুলু, মানালি, মান্ডি, চাম্বা, সিরমৌর জেলায়। এরকম এক পরিস্থতিতে জাতীয় সড়ক-সহ বন্ধ ২২৩ রাস্তা। আটারি-লেহ জাতীয় সড়ক, সাঞ্জ-আউট সড়ক, খাব সঙ্গম-গ্রামফু জাতীয় সড়ক এখন মোট বরফের চাদরে মোড়া। রাজ্যের বিভিন্ন শহরের হোটেলে ৭০ শতাংশ পর্যন্ত পর্যটক আটকে রয়েছেন।


তুষারপাতের জেরে সিমলার অন্তত ১৪৫টি রাস্তা, কুলুর ২৫টি, মান্ডি জেলার ২০টি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। বহু জায়গায় বিদ্যুত্ নেই। কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্তত ৩৫৬টি ট্রান্সফর্মার কাজ করা বন্ধ করে দিয়েছে।


রাজ্যের বিভিন্নি জেলায় রাস্তায় আটকে পড়ে ৫০০ গাড়িতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানিয়েছেন,  রাস্তা থেকে বরফ সরাতে ডালহৌসি থেকে রোহরু-সহ অঞ্চল জুড়ে ২৬৮টি মেশিন চালু করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বুধবার সন্ধের মধ্যে ২৩৫টি রাস্তায় যানচলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদী তিনি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)