নিজস্ব প্রতিবেদন: ত্রিশঙ্কু মেঘালয় বিধানসভা। ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি কোনও দলই। সরকার গড়তে মরিয়া কংগ্রেস। শিলংয়ে জরুরি বৈঠকে কমলনাথ, আহমেদ প্যাটেলরা। অন্যদিকে এনপিপি-সহ স্থানীয় কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোট গঠনে তত্‍পর বিজেপিও। মেঘালয়ে সরকার গড়বে কোন দল, তা এখনও স্পষ্ট নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাট ভোটে ধাক্কা এখন অতীত। দেশের উত্তর পূর্বাঞ্চলে এবার গেরুয়া ঝড়ের আভাস। কংগ্রেসের শক্ত ঘাঁটি মেঘালয়েও উপস্থিতি জানান দিল মোদীর বিজেপি।


আরও পড়ুন- ত্রিপুরার সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব


দুহাজার তিন সাল থেকে মেঘালয় কংগ্রেসের দখলে। ফলে কংগ্রেসের ভোট ম্যানেজাররা অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা আর কংগ্রেসের গোষ্ঠীকোন্দল মেঘালয়ে গরিষ্ঠতার স্বপ্ন বানচাল করে দিল।


মেঘালয় বিধানসভায় মোট আসন ৬০। ভোট হয়েছে ৫৯ আসনে। ম্যাজিক ফিগার ৩০। উনষাট আসনের মধ্যে কংগ্রেস-২১, এনপিপি-১৯, বিজেপি-২, অন্যান্য-১৭।


আসন সংখ্যায় এগিয়ে থাকলেও ম্যাজিক ফিগার থেকে অনেক দুরে কংগ্রেস। ফলে জোট গঠনের তত্‍পরতা তুঙ্গে। এক্ষেত্রে কংগ্রেসের সবচেয়ে বড় কাঁটা পি এ সাংমা প্রতিষ্ঠিত এনপিপি। ভোটের আগে জোট না হলেও, এনপিপি, বিজেপি এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি ও এইচএসপিডিপি হাত মেলালে সরকার গঠনে কোনও বাধা নেই। মণিপুর, গোয়ার উদাহরণ মাথায় রেখে অতি তত্‍পর কংগ্রেস হাইকমান্ড। মেঘালয়ের ছোট দলগুলির সমর্থন জোগাড় করতে শিলং পৌঁছে গেছেন কংগ্রেসের কমলনাথ, আহমেদ প্যাটেল, সিপি জোশীরা।


ফলে হর্স ট্রেডিং থেকে ভোট পরবর্তী জোট। শৈলরাজ্যে এখন জল্পনা তুঙ্গে।