Talaq: শরিয়ত কাউন্সিল কোনও কোর্ট নয়, তালাক হলেও এটা করতেই হবে...
Talaq: বিচারপতি স্বামীনাথান বলেন, তওহিদ জামাত স্বামীর তিন তালাকের আবেদন গ্রহণ করেছে কিন্তু তালাকের জন্য স্ত্রীকেই দায়ী করেছে। এনিয়ে একমাত্র শেষকথা বলতে পারে আদালত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরিয়ত কাউন্সিল কোনও আদালত নয়। এটি একটি ব্যক্তিগত সংস্থা। এক মুসলিম যুগলের তালাক মামলায় এমনটাই মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। আদালতের তরফে আরও বলা হয় শরিয়ত কাউন্সিল কোনও আদালত নয় তাই তালাক হলেও আদালতে গিয়ে ওই বিবাহ বিচ্ছেদের অনুমতি নিতে হবে।
আরও পড়ুন- কালীপুজোর পরই শীতের প্রবেশ? বৃষ্টি মাথায় নিয়েই দীপাবলি উদযাপন? আবহাওয়ার বড় আপডেট
২০১০ সালে ওই যুগলের বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ২০১৭ সালে তাদের তালাক ঘোষণা করে তামিলনাডু তওহিদ জামাত। ওই তালাকে দুজনের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা সমাধান হলেও জামাত বিবাহ বিচ্ছেদের কোনও সার্টিফিকেট দিতে পারেনি। এনিয়ে জামাতকে কটাক্ষ করেন বিচারপতি জি আর স্বামীনাথন।
বিচারপতি স্বামীনাথান বলেন, তওহিদ জামাত স্বামীর তিন তালাকের আবেদন গ্রহণ করেছে কিন্তু তালাকের জন্য স্ত্রীকেই দায়ী করেছে। এনিয়ে একমাত্র শেষকথা বলতে পারে আদালত। শরিয়ত কাউন্সিল একটি ব্যক্তিগত সংস্থা, কোনও আদালত নয়। যতক্ষণ পর্যন্ত বিবাহ বিচ্ছেদে আদালতের মোহর না থাকে ততক্ষণ বিবাহ বিচ্ছেদ হবে না।
উল্লেখ্য, ওই মামলায় ২০২১ সালে স্ত্রী স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনে আদালতে মামলা করেন। তিনি দাবি করেন তিন তালাক পূর্ণ হওয়ার আগেই তাঁর স্বামী বিয়ে করেছেন। ওই মামলায় ম্যাজিস্ট্রেট আদালত স্বামীকে বলে ৫ লাখ টাকা ক্ষতিপূর্ণ দিতে ও সন্তানের জন্য মাসে ২৫০০০ টাকা মাসহারা দিতে বলে। শেষপর্যন্ত মামলা ওঠে হাইকোর্টে। সেখানে বিচারপতি স্বামীনাথান বলেন, স্বামীর দাবি তিনি তিন তালাক দিয়েছেন। এই বিতর্কের নিস্পত্তি না হলে তালাক হবে না। তবে এক্ষেত্রে আদালতের মোহর লাগবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)