নিজস্ব প্রতিনিধি : ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। গ্লোবাল সামিটে যোগ দেওয়ার জন্যই ভারতের তথ্য প্রযুক্তি শহর হায়দরাবাদে হাজির হচ্ছেন ইভাঙ্কা। ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তথ্য প্রযুক্তি শহর হায়দরাবাদেই ঠিকানা হচ্ছে ট্রাম্প কন্যার। মার্কিন প্রেসিডেন্ট কন্যার ভারত সফর উপলক্ষ্যে হায়দরাবাদে কি হল জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, ইভাঙ্কা ট্রাম্প ভারতে আসেছন, সেই কারণে হায়দরাবাদে বন্ধ করে দেওয়া হল ভিক্ষাবৃত্তি। আগামী ২ মাসের জন্য ওই নিয়ম লাগু করেছে প্রশাসন। অর্থাত, মার্কিন প্রেসিডেন্ট-এর মেয়ের সামনে যাতে ভিক্ষাবৃত্তির কোনও ঘটনা না ঘটে, তার জন্যই ওই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিস কমিশনার এম মহেন্দ্র রেড্ডি।


আরও পড়ুন : প্রকাশ্যে হামলা, ছত্তিশগড়ে গলা চিরে ফেলা রাখা হল ২ জওয়ানকে 


জানা যাচ্ছে, হায়দরাবাদের জুবিলি হিলস, বাঞ্জারা হিলস, পাঞ্জাগুটটা, মাধপুর সহ বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে নজরদারি চালানো হচ্ছে। মঙ্গলবার রাতে ওই নির্দেশিকা জারির পরই এ বিষয়ে তোড়জোড় শুরু করেছে প্রশাসন।