নিজস্ব প্রতিবেদন: সপা নেতা আজ়ম খানের বিরুদ্ধে দু’দুটি এফআইআর। প্রথমটি করেছিলেন রাজ্যসভার সাংসদ অমর সিং। অভিযোগ, তাঁর মেয়েকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন আজ়ম। দ্বিতীয় অভিযোগ করেন অম্বেদকর মহাসভার জেনারেল সেক্রেটারি অমরনাথ প্রজাপতি। ২ বছর আগে সংবিধান প্রণেতা অম্বদেকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় এফআইআর হয়। বিজেপির দিকে তোপ দাগিয়ে সপা নেতা কটাক্ষ করেন, “আমি আসলে বিজেপির আইটেম গার্ল।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ়ম খানের কেন এমন মন্তব্য?


সপার প্রবীণ নেতা আজ়ম খানের যুক্তি, গত বিধানসভা নির্বাচনের আমার নাম ভাঙিয়ে ভোটে লড়েছে বিজেপি। এ বারের লোকসভা নির্বাচনেও একই কৌশল নিয়েছে। আসলে আমি বিজেপির আইটেম গার্ল। ভোটের আগে তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর হওয়ায় এ ভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন তিনি।


আরও পড়ুন- রাষ্ট্রসঙ্ঘের পর সোল শান্তি পুরস্কারে সম্মানিত নরেন্দ্র মোদী


উল্লেখ্য, ২০১৬ সালে গাজ়িয়াবাদে হজ হাউজের উদ্বোধনে অম্বেদকর নিয়ে আজ়ম মন্তব্য করেন, গোটা রাজ্যে যে ব্যক্তির মূর্তি আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন সেটি বলতে চাইছে, যে জায়গায় দাঁড়িয়ে সেটা ছাড়াও সামনের জমিও তার। অম্বেদকর নিয়ে ২ বছর আগের করা আপত্তিকর মন্তব্যে মঙ্গলবার আজ়ম খানের বিরুদ্ধে লখনউয়ের হজরতগঞ্জে এফআইআর দায়ের করা হয়। অন্য দিকে ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে এফআইআর করেন অমিত সিং। তিনি অভিযোগ করেছেন, এক সাক্ষাত্কারে অমিত এবং তাঁর ১৭ বছর বয়সী জমজ মেয়েকে প্রাণহানির হুমকি দেন আজ়ম। তাঁর বিরুদ্ধে অ্যাসিড ছোড়ার অভিযোগও করেছেন বলে দাবি  সপা নেতার।