নিজস্ব প্রতিবেদন : মন্দসৌরের ঘটনায় দোষীদের ফাঁসির সাজা চান নির্যাতিতা শিশুর বাবা। তিনি বলেন, ''আমাদের কোনও ক্ষতিপূরণের প্রয়োজন নেই। আমার মেয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এই কষ্টের একটাই সমাধান হয়। আর তা হল ফাঁসি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে তুলে নিয়ে যায় ইরফান, আসিফ সহ আরও কয়েকজন। পরের দিন সকালে উদ্ধার হয় শিশুটির ক্ষতবিক্ষত অসার দেহ। গণধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পাঁচ চিকিত্সক দলের তত্ত্বাবধানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এদিকে, ইতিমধ্যেই দুই অভিযুক্ত আসিফ ও ইরফানকে গ্রেফতারও করেছে পুলিস।


এই ঘটনায় তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে সিট। মন্দসৌর পুলিসের তরফে জানানো হয়েছে, দোষীদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজস্থান সরকারের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।


আরও পড়ুন- ''আমায় ঠিক করে দাও, নইলে মেরে দাও,'' যন্ত্রণাক্লিষ্ট স্বর মন্দসৌরের ৮ বছরের শিশুর