চেন্নাইয়ে বিক্ষোভ, জাল্লিকাট্টুর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার দাবি
জাল্লিকাট্টুর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার দাবিতে জোরদার বিক্ষোভ চেন্নাইয়ে। চেন্নাইয়ের মেরিনা বিচে অবস্থান বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের হয়ত অনেকেই জাল্লিকাট্টুর আসরে কোনও দিন হাজিরই হননি। বিক্ষোভকারীরা বলছেন, এ অবস্থান শুধু জাল্লিকাট্টুর জন্য নয়। এ বিক্ষোভ আসলে পরিবর্তনের ডাক। তাঁদের বক্তব্য, এবার বলার সময় এসেছে। কাবেরি ইস্যুতে না বলতে পারাটাই কাল হয়েছে। এবার তাঁরা ছাড়ছেন না। এদিকে অর্ডিন্যান্স প্রত্যাহারের আর্জি জানিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: জাল্লিকাট্টুর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার দাবিতে জোরদার বিক্ষোভ চেন্নাইয়ে। চেন্নাইয়ের মেরিনা বিচে অবস্থান বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের হয়ত অনেকেই জাল্লিকাট্টুর আসরে কোনও দিন হাজিরই হননি। বিক্ষোভকারীরা বলছেন, এ অবস্থান শুধু জাল্লিকাট্টুর জন্য নয়। এ বিক্ষোভ আসলে পরিবর্তনের ডাক। তাঁদের বক্তব্য, এবার বলার সময় এসেছে। কাবেরি ইস্যুতে না বলতে পারাটাই কাল হয়েছে। এবার তাঁরা ছাড়ছেন না। এদিকে অর্ডিন্যান্স প্রত্যাহারের আর্জি জানিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
জাল্লিকাট্টুকে সমর্থন করছে কংগ্রেসও।