এনপিআরের ফর্ম পূরণ করব না, দলের সভায় ঘোষণা অখিলেশের
গত ২৪ ডিসেম্বর এনপিআর আপডেট করার ব্যাপারে সবুজ সংকেত দেয় কেন্দ্র। এই কাজ গোটা দেশজুড়েই হবে
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের সাফ সিদ্ধান্ত নাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর তৈরি করা হবেই। অন্যদিকে, রবিবার সেই এনপিআর ফর্ম পূরণ করবেন না বলে ঘোষণা করলেন সপা প্রধান অখিলেশ যাদব।
আরও পড়ুন-কাচের মতো বরফ ভাসছে ডাল লেকের জলে; প্রবল ঠাণ্ডায় জবুথুবু গোটা কাশ্মীর, দেখুন ছবি
লখনউয়ে দলের এক সভায় অখিলেশ যাদব বলেন, ‘সেরকম যদি সময় আসে তাহলে আমি এনপিআর ফর্ম পূরণ করব না। কিন্তু তখন আপনারা আমাকে সমর্থন করবেন তো! ’ এদিন নাগরিকপঞ্জী নিয়েও কেন্দ্রকে নিশানা করেন অখিলেশ।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এনপিআর বা এনআরসি যাই হোকা না কেন সবই গরিব মানুষের স্বার্থ বিরোধী, সংখ্যালঘু বিরোধী ও মুসলিম বিরোধী। ভাবতে হবে আমরা নাগরিকপঞ্জী চাই নাকি কাজ চাই। সেরকম সময় এলে আমিই হব সেই ব্যক্তি যিনি এনপিআর ফর্ম পূরণ করতে অস্বীকার করব। রাজ্যের পুলিসকে বলতে চাই, আপনারা যারা এখন মানুষের ওপরে লাঠি ঘোরাচ্ছেন আপানাদেরও সার্টিফিকেট এনআরসি তৈরির সময়ে চাওয়া হবে।
আরও পড়ুন-'কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে', দিলীপকে কটাক্ষ সেলিমের
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর এনপিআর আপডেট করার ব্যাপারে সবুজ সংকেত দেয় কেন্দ্র। এই কাজ গোটা দেশজুড়েই হবে। অসমকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই নাগরিকপঞ্জী তৈরি করা হয়েছে সেখানে।