চিন `দুঃসাহস` দেখালে পাল্টা, লাদাখে উড়ছে অ্যাপাচে অ্যাটাক ও মিগ-২৯
শুক্রবারই লাদাখের আকাশে দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনার অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ও অত্যাধুনিক মিগ-২৯ যুদ্ববিমান।
নিজস্ব প্রতিবেদন: সীমান্তে যুদ্ধবিমান উড়িয়ে ভারতে চাপে ফেলতে চাইছে চিন। তার পাল্টা লাদাখের আকাশপথে চক্কর কাটছে ভারতের কমব্যাট বিমানও। লাদাখে চিনা যুদ্ধবিমান সীমান্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ। তা খারিজ করে দিয়েছেন বায়ুসেনার প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া। তিনি স্পষ্ট করেছেন, ভারতের আকাশসীমা লঙ্ঘন করেনি চিনা যুদ্ধবিমান। তিনি বলেন,''আকাশে টহলদারি চলছে। দরকারে যে কোনও ধরনের পরিস্থিতির জবাব দেওয়া হবে।''
তিব্বতে উচ্চভূমিতে বেশ কয়েকটি বায়ুঘাঁটি রয়েছে চিনের। যুদ্ধবিমান নিয়ে চিন 'দুঃসাহস' দেখানোর চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ম্পষ্ট করে দিয়েছেন বায়ুসেনা প্রধান। তিনি বলেন,''আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যে কোনও ধরনের ঘটনার জবাব দিতে বায়ুসেনা তত্পর রয়েছে। দেশকে ভরসা দিতে চাই, আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গালওয়ানে জওয়ানদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।''
শুক্রবারই লাদাখের আকাশে দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনার অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ও অত্যাধুনিক মিগ-২৯ যুদ্ববিমান। বলে রাখি, বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণকারী হেলিকপ্টার অ্যাপাচে। 'ট্যাঙ্ক কিলার' নামেও প্রসিদ্ধ। বলে রাখি, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবার ট্যাঙ্ক সুসজ্জিত রেখে দিয়েছে চিন। এর পাশাপাশি লাদাখে রাখা হয়েছে পরিবহণ হেলিকপ্টার চিনুক। লাদাখের প্রত্যন্ত এলাকাতেও সহজে অস্ত্র পাঠাতে দক্ষ এটি।
প্রসঙ্গত শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী জানান, সীমান্ত পেরিয়ে কেউ ভারতীয় ভূখণ্ডে ঢোকেনি। কোনও সেনা ছাউনিও হাতছাড়া হয়নি। উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ভারতকে চাপে ফেলতে 'স্বল্পোন্নত' বাংলাদেশকে 'খয়রাতি' চিনের!