পুণের কাছে ভেঙে পড়ল ভারতীয় ফাইটার জেট সুখোই এসইউ ৩০
ভারতীয় বিমান বাহিনীর এসইউ ৩০ এমকেআই ফাইটার জেট ভেঙে পড়ল পুণের কাছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার। বিমানের পাইলট সুরক্ষিত রয়েছে বলে সূত্রের খবর।
ওয়েব ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর সুখোই এসইউ ৩০ এমকেআই ফাইটার জেট ভেঙে পড়ল পুণের কাছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার। বিমানের পাইলট সুরক্ষিত রয়েছে বলে সূত্রের খবর।
বিমানটি ভেঙে পড়ে পুনের থেকে প্রায় কুড়ি কিলোমিটার ভিতরে থিউর গ্রামে। ওখানকার স্থানীয় বাসিন্দা, পুলিস ও দমকল বাহিনী তত্পরতার সঙ্গে কাজ করে।
সূত্রের খবর, কী কারণে বিমান দুর্ঘটনা ঘটল তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত চার বছরে এই নিয়ে পাঁচটি ফাইটার জেট ভেঙে পড়ে। ২০০৯তে দুটি ও ২০১১, ২০১২ তে একটি করে দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত এসইউ ৩০ এমকেআই ফাইটার জেট রাশিয়া থেকে আনা হয়েছিল।