ওয়েব ডেস্ক: মৃত্যুদণ্ড না রেহাই? পাক জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মী কুলভূষণ যাদবের ভবিষ্যত কি? উত্তর মিলবে আজই।  দুপুর সাড়ে তিনটেয় কুলভূষণ নিয়ে রায় দেবে হেগের আন্তর্জাতিক আদালত। বিশেষজ্ঞদের মতে রায় যাবে ভারতের পক্ষেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ সম্পর্কে অনেক জবাব দিতে পারেনি পাকিস্তান। বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। তাই রায় ভারতের পক্ষে যাওয়াই উচিত। বললেন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম। 


আন্তর্জাতিক আদালতে পাকিস্তান অনেক প্রশ্নেরই জবাব দিতে পারেনি। তাই কুলভূষণ মামলার রায় ভারতের পক্ষেই আসা উচিত। মনে করেন আইনজীবী নলিন কোহলি। 


আন্তর্জাতিক আদালতের রায় ভারতের পক্ষেই যাবে। আশাবাদী কুলভূষণ যাদবের বন্ধু অরবিন্দ সিং। 


সত্যের জয় হবে। রেহাই পাবেন কুলভূষণ যাদব। মনে করেন সরবজিত্‍ সিংয়ের দিদি দলবীর কৌরের। 


আন্তর্জাতিক রায় পাকিস্তানের জন্য কড়া জবাব হবে। মন্তব্য কুলভূষণের বন্ধু বিজয় কানোজিয়ার।