নিজস্ব প্রতিবেদন: সেই ২০২০ সালের মধ্য মার্চ থেকে বন্ধ স্কুল। নবম থেকে দশম শ্রেণির ক্লাস হচ্ছে অনেক জায়গায়। তবে প্রাথমিক স্কুল আগে খোলার পক্ষে সওয়াল করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। মঙ্গলবার আইসিএমআর-র ডিরেকটর জেনারেল বলরাম ভার্গবের (Balram Bhargava) ব্যাখ্যা, ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে বড়দের চেয়ে শিশুরা বেশি সক্ষম। তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের টিকাকরণ নিশ্চিত করেই স্কুল খোলা উচিত বলে মনে করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইসিএমআর-র জাতীয় সেরো সমীক্ষা বলছে, ৬ থেকে ৯ বছরের শিশুদের ৬৭.৬ শতাংশের শরীরে তৈরি হয়েছে করোনার অ্যান্টবডি। তা বড়দের সমান। দেশে কোভিড সংক্রমণ হার অনেকটা কমে গিয়েছে। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও প্রবল। আগামী ১০০ দিন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তৃতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে বলে মত একাধিক বিশেষজ্ঞের। এই অবস্থায় কি স্কুল খোলা উচিত? ভার্গবের (Balram Bhargava) ব্যাখ্যা,'কোভিডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে  প্রাথমিক স্কুল বন্ধ করেনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি। বড়দের চেয়ে সংক্রমণ প্রতিরোধে বেশি সক্ষম শিশুরা।'  


ভারতে স্কুল খোলার সিদ্ধান্ত নিলে তা প্রাথমিক থেকে সূচনা করা উচিত বলে মনে করেন ভার্গব (Balram Bhargava)। তাঁর কথায়,'ভারতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হলে প্রাথমিক থেকে হওয়া উচিত। তবে স্কুল-বাস চালক, শিক্ষক ও সব শিক্ষাকর্মীদের টিকাকরণ নিশ্চিত করতে হবে আগে।'


আরও পড়ুন- 'রাজ্যের বেহাল দশা', বকরি ইদে ছাড় দেওয়ায় কেরল সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)