নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার আইসিএসইতে পাশের হার ৯৮.৫ শতাংশ। আইএসসিতে পাশ করেছেন ৯৬.২১ শতাংশ পরীক্ষার্থী। আইসিএসইতে দেশে প্রথম হয়েছে মুম্বইয়ের শ্যাম দাস। শ্যাম পেয়েছে ৯৯.৪ শতাংশ নম্বর। লক্ষ্যনীয় বিষয় হল এবার আইএসসিতে মোট ৭ জন প্রথম হয়েছে। এদের সবার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ।


আরও পড়ুন-'ছাপ্পা' ভোট দিতে বাধা, পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে ১১


২০১৮ সালে আইসিএসই-র পরীক্ষা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ এপ্রিল। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ এপ্রিল। এবার আইসিএসইতে ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে বেশি। ছাত্রীদের পাশের হার ৯৮.৯৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.১৫ শতাংশ। আইএসসিতেও এগিয়ে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ‌যেখানে ৯৭.৬৩ শতাংশ সেখানে ছাত্রদের পাশের হার ৯৪.৯৬ শতাংশ।


আরও পড়ুন-পঞ্চায়েত অশান্তির প্রতিবাদে রাজপথে বিজেপি-কংগ্রেস, রিপোর্ট রাজ্যপালকেও


কীভাবে জানা ‌যাবে ফল


যেতে হবে বোর্ডের ওয়েবসাইট www.cisce.org-এ। ক্লিক করতে হবে রেজাল্টস বাটনে। এরপর নাম, রোল নম্বর দিয়ে ক্লিক করলেই দেখা ‌যাবে ফল। এছাড়া results.nic.in সাইট থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানা ‌যাবে পরীক্ষার ফল। এক্ষেত্রে পরীক্ষার্থীদের আইডি কোড এসএমএস করতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে।