নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল আইসিএসই দশম শ্রেণি ও আইএসসি দ্বাদশ শ্রেণির রেজাল্ট। এ বছর মেধা তিলাকি প্রকাশিত হয়নি। রেজাল্ট দেখা যাবে-  cisce.org অথবা results.cisce.org ওয়েবসাইটে। কোভিডের কারণে পরীক্ষা বাতিল করেছিল দ্য কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। অভ্যন্তরীণ পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন হয়েছে। আইসিএসই-তে (ICSE) পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ৯৯.৭৬ শতাংশ পাশ করেছে আইএসসি-তে (ISC)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেজাল্ট দেখা যাবে বিকল্প ওয়েবসাইটে - 


www.careers.cisce.org
www.examresults.net
www.indiaresults.com
    
ইন্টারনেটে সমস্যা হলে এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা - 


ICSE Class 10 Result 2021: Type in your unique id in the format – ICSE<space>(7-digit unique id)


ISC Class 12 Result 2021: Type in your unique id in the format- ISC<space>(7-digit unique id)


কোভিডের কারণে বাতিল হয়েছে চলতি বছরের পরীক্ষা। ফলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন না পড়ুয়ারা। তবে বোর্ড জানিয়েছে,গণনার সমস্যা হলে তার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে স্কুলে আবেদন করতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে। শুধুমাত্র গণনার ভুলই সংশোধন হবে।