নিজস্ব প্রতিবেদন : উত্তর কাশ্মীরের সোপরে IED বিস্ফোরণে মৃত্যু হল ৪ পুলিসকর্মীর। আশঙ্কাজনক আরও দুই। শনিবার সকালের এই ঘটনার পর গোটা এলাকা শুরু হয়েছে চিরুনি তল্লাসি।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর কাশ্মীর পুলিসের আইজি মুনির খান জানিয়েছেন, শক্তিশালি এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে। বিস্ফোরণে পুলিসকর্মীদের মৃত্যুর পাশাপাশি সোপরের গোলে বাজার এলাকায় ৩টি দোকানও জ্বলে গিয়েছে। IEDটি এলাকার একটি দোকানের নিচেই রাখা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।


মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে এখনও পর্যন্ত। এদের মধ্যে রয়েছেন, এএসআই আর্শাদ আহমেদ, মহম্মদ আমিন ও গোলাম নবি।


আরও পড়ুন- ট্রেনে দুই মহিলা সাংসদের লাগেজ চুরি; 'আমি অসহায়,' বললেন রেলমন্ত্রী