নিজস্ব প্রতিবেদন: কড়া নিরাপত্তার মধ্যেও বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীরের পুলওয়ামা। ফলে ১৪ ফেব্রুয়ারির পর ফের আতঙ্ক ছড়াল এলাকায়। বিস্ফোরণে রাস্তায় বিশাল গর্ত হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সত্যজিত খুনে নদিয়া জেলা বিজেপি সভাপতিকে সিআইডির তলব


শনিবার ভোর তিনটে নাগাদ পুলওয়ামার ত্রালের আমলার-এ ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। কীভাবে কড়া নিরাপত্তার মধ্যেও বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।



প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর পেট্রোলিং গাড়িকে নিশানা করতেও ওই আইইডি রাখা হয়েছিল। কিন্তু সেই ভ্যান আসার আগেই বিস্ফোরণ ঘটে যায়।



আরও পড়ুন-লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি মুখ্যমন্ত্রীর চিঠি


এদিকে, মুখে শান্তির কথা বললেও শুক্রবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা থেকে জম্মু ও কাশ্মীরের গ্রামগুলিকে লক্ষ্য করে ক্রমাগত গোলাগুলি চালাচ্ছে পাকিস্তানি রেঞ্জার্সরা। মেনধার, নৌসেরা, বালাকোট, কৃষ্ণঘাঁটি এলাকায় বহু মানুষের ঘরবাড়ি পাক গোলায় ধ্বংস হয়ে গিয়েছে। মর্টারের সেলের আঘাতে বহু ঘরবাড়ির বাড়ির দল ভেঙে গিয়েছে।