নিজস্ব প্রতিবেদন- রাজধানী দিল্লিতে Israel Embassy-র সামনে জোরালো বিস্ফোরণ। বেশ কয়েকটি গাড়ি সেই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে দিল্লি পুলিস। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছে যায় Delhi Police- এর একটি দল। IED Blast বলে সন্দেহ করছে পুলিস। তবে তদন্তের পরই বিস্ফোরণের ধরণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিস। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  Tractor Rally ঘিরে গোলমালের কোনও ভিডিয়ো-ছবি থাকলে জমা দিল, আহ্বান Delhi Police-র


ফুটপাতের উপর বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেই ফুটপাতের সামনে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ির কাচ ভেঙে যায়। দিল্লির APJ Abdul Kalam Road-এ অবস্থিত ইজরায়েলি দূতাবাস। দুপুর পাঁচটা বেজে ১১ মিনিট নাগাদ দমকল অফিসে বিস্ফোরণের খবর আসে। প্রায় সঙ্গে সঙ্গে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। জানা গিয়েছে, রাস্তার পাশে ডিভাইডারের উপর রাখা একটি ফুলের টবে রাখা ছিল বিস্ফোরক।