বিমানসংস্থার ত্রুটিতে উড়ান বাতিল হলে ফেরত দিতে হবে টিকিটের দাম
আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক উড়ানে এবার ইন্টারনেট ও মোবাইল ফোনের সুবিধা দিতে পারবে বিমান সংস্থাগুলি
নিজস্ব প্রতিবেদন: বিমান যাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের হয়রানি কমাতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় বিমান পরিবহণ দফতর। মঙ্গলবার দফতরের প্রতিমন্ত্রী জনিয়ে দিলেন, উড়ান বাতিল হলে তার দায় এড়াতে পারবে না বিমান পরিবহণ সংস্থাগুলি।
আরও পড়ুন-ভয়ঙ্কর নিপা ভাইরাসের সংক্রমণে কেরলে মৃত আরও ২, গোয়া-মুম্বইয়ে জারি হাই অ্যালার্ট
অসামারিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা মঙ্গলবার সংবাদ সংস্থাকে জানান, বিমান সংস্থার জন্য কোনও উড়ান বাতিল হলে তার জন্য যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে। টিকিটের দামও ফেরত দিতে হবে।
জয়ন্ত সিংহা আরও জানিয়েছেন, উড়ানে ৪ ঘণ্টার বেশি দেরী হলেও যাত্রীদের বিভিন্ন ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। ফেরত দিতে হবে টিকিটের পুরো দাম। পাশাপাশি টিকিট বাতিলের ক্ষেত্রেও টাকা কেটে নেওয়ার সীমা বেঁধে দিল সরকার। এক্ষেত্রে কেটে নেওয়া টাকা বিমানের বেসিক ভাড়া ও জ্বালানীর সারচার্জের থেকে বেশি হবে না।
আরও পড়ুন-ছন্দে চলছে প্রতিস্থাপিত হৃদযন্ত্র, ‘ভালো আছেন দিলচাঁদ’
এদিন বিমান পরিবহন সংক্রান্ত এতটি খসড়া নিয়মাবলী প্রকাশ করে জয়ন্ত সিনহা। সেখানে লেখা হয়েছে আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক উড়ানে এবার ইন্টারনেট ও মোবাইল ফোনের সুবিধা দিতে পারবে বিমান সংস্থাগুলি।