জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরাবরই তিনি সাম্প্রদায়িক উত্তেজনামূলক কথা বলে থাকেন। শনিবার বিহারের সিওয়ানের এক সভায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত  বিশ্বশর্মা এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন। বিশ্বশর্মা বলেন, যদি এনডিএ ৪০০ আসন নিয়ে ক্ষমতায় আসে তাহলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি হবে। তখন ব্যবসার নামে ৪ বিয়ে আর মাদ্রাসার মতো মোল্লা তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আর ভোটের দিন বিজেপির মদের খরচ ৪০ কোটি'


হিমন্ত সিওয়ানের সভায় মনে করিয়ে দেন ঠিক যেভাবে ৩৭০ ধারা রদ করা হয়েছিল ঠিক সেই ভাবেই ৪ বিয়ে বন্ধ করে দেওয়া হবে। এখন দেশ বদলে গিয়েছে। তিন বছর আগে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখন এক অফিসার এসেছিলেন ফাইল সই করাতে। সেই ফাইল ছিল মাদ্রাসা শিক্ষকদের বেতনের ব্যাপারে। আমি জিজ্ঞাসা করলাম মাদ্রাসা আসলে কী? আমরা কি টাকা দেবে যেখানে মোল্লা তৈরি হয়? আমি কেন টাকা দেব? আজই ওইসব দেকান বন্ধ করে দাও। বর্তমানে আমার অসমে ৭০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। কেউ টুঁ শব্দটুকু করতে পারেনি।


এখানেই থেমে থাকেননি বিশ্বশর্মা। তিনি বলেন, এটা নতুন ভারত। এটা লালু প্রসাদের ভারত নয়। এটা মোদীর ভারত। এটা হিন্দু ভারত।  যে এই নতুন ভারতের সঙ্গে লড়াই করতে যাবে সে যমরাজের বাড়ি পৌঁছে যাবে। মোল্লারা যেসব দোকান চালায় তা আর চলতে দেব না। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করব। মোদীজির ৪০০ সিট চাই। আমাদের অভিন্ন দেওয়ানি বিধি আনতে হবে, আমাদের কৃষ্ণ জন্মভূমি চাই। মুসলিমদের সংরক্ষণ খতম করতে হবে। জ্ঞানব্যাপী মসজিদ আমাদের চাই।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)