ওয়েব ডেস্ক: বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের পারদ চড়ছে। ভারতের কাছে বুরহান জঙ্গি। পাকিস্তানের কাছে সেই বুরহানই 'শহীদ'। আজাদি এক্সপ্রেসে এখন 'পোস্টার বয়' বুরহান। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান দাবি জানিয়েছে গণভোটেরও। পাল্টা জবাব দিয়েছে ভারতও। উত্তরোত্তর পারদ চড়ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমন অবস্থায় দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুটি দেশ। যদি যুদ্ধ বাঁধে! তাহলে কী হবে? উড়িয়ে দেওয়া যায় না সেই শঙ্কা!


বাস্তব পরিস্থিতি বলছে, পাকিস্তান যদি ভুলেও এই কাজটি করে তাহলে তার ফল ভুগতে হবে পাকিস্তানকেই। কারণ ভারতে পরমাণু হামলা করলে ক্ষতি বেশি হবে পাকিস্তানেরই। রিপোর্ট তাই বলছে। কীরকম? দেখুন ভিডিওটি,