ওয়েব ডেস্ক : জঙ্গি অনুপ্রবেশ! সীমান্ত সন্ত্রাস! জঙ্গি হামলা! জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরে এই শব্দগুলো এখন প্রতিদিনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে। প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবে অনেক সময় এই সমস্যাগুলোকে চেষ্টা করেও প্রতিহত করা সম্ভব হচ্ছে না। তাই জঙ্গি হামলার আগাম বার্তা না পেয়ে মাঝেমধ্যেই প্রাণ হারাতে হচ্ছে ভারতীয় জওয়ানদের। তাই এবার IIT-র তৈরি রেডার খুঁজে দেবে মাটিতে পোঁতা ল্যান্ডমাইন ও সীমান্তের ওপার থেকে আসা সুড়ঙ্গ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জঙ্গি সেনা সংঘর্ষ, নিহত লস্কর কমান্ডার আবু মুসা


এই দীর্ঘদিন ধরেই চলছিল পরীক্ষা। এবার সেই পরীক্ষা শেষ প‌র্যায়ে। দেশের IIT-গুলোর সঙ্গে ‌যৌথভাবে সরকার ওই রেডার তৈরির কাজে নেমেছে। চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হয়ে গেলেই সীমান্ত নিরাপত্তায় লাগোনো হবে ওই রেডার। প্রাথমিকভাবে ওই রেডারটি তৈরি করা হচ্ছে সীমান্তে ল্যান্ডমাইন খুঁজে বের করার জন্য। তার সঙ্গে যোগ করা হবে গোপন সুড়ঙ্গ খোঁজার কাজে। ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যে নিরাপত্তা বাহিনী সীমান্তে ৮টি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে। ফলে ওইসব সুড়ঙ্গকে বিশেষ নজরে রাখতেই এই রেডার তৈরির কাজ শুরু হয়।