ওয়েব ডেস্ক : ২০০০ টাকার নোট খুচরো করাতে গিয়ে ভুগতে হচ্ছে। কারণ বাজারে এখন ২০০০-এর পরের বড় অঙ্কের নোট শুধুই ৫০০। ১০০০ টাকার নোট বাতিলের জেরে কিছুটা হলেও সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক খুব শিগগিরই ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসতে চলেছে বলে, বেশ কয়েকদিন ধরেই বাজারে খবর ছড়িয়ে পড়ে। এবার সামনে এল সেই ২০০ টাকার নোটের ছবি। দেখুন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নীলচে রঙের এই নোটে রয়েছে সবরকম সিকিউরিটি ফিচার্সই। রয়েছে 'রুপি ২০০' লেখা ওয়াটারমার্ক। এমনকী দেবনাগরী হরফেও ২০০ লেখা হয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর নস্যাত্ করে দিয়েছেন, বাজারে নতুন কোনও নোট নিয়ে আসার সম্ভাবনার কথা। সাফ জানিয়ে দিয়েছেন, RBI ২০০ টাকার নোট নিয়ে আসছে বলে যে খবর ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল '২০০ টাকার নোট'-এর এই ছবি। ছবির পুরোটাই ফটোশপের কারসাজি হলেও, আসল নোটের নকশার সঙ্গে এর অমিল খুঁজে পাওয়া দুষ্কর।


আরও পড়ুন, অনেকটা-ই বাড়তে চলেছে রেলের যাত্রীভাড়া!