নিজস্ব প্রতিবেদন: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোকে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গবেষণার পাশাপাশি মহাকাশযান উত্ক্ষেপণের জন্য এই বরাদ্দ দিল সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উপগ্রহ উত্ক্ষেপণে গোটা বিশ্বের অন্যতম ভরসা ইসরো। কম খরচে কক্ষে উপগ্রহ স্থাপনে ইসরোর দক্ষতার জুড়ি মেলা ভার। লাগাতার গবেষণার মাধ্যমে উত্ক্ষেপণ ক্ষমতা ক্রমশ বাড়াচ্ছ ভারতীয় মহাকাশ সংস্থা। এই পরিস্থিতিতে পরবর্তী ৩০টি উত্ক্ষেপণের জন্য ইসরোকে বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া এই টাকায় জিএসএলভি মার্ক ৩ ও পিএসএলভি-র গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাবে ইসরো। 


আজ সংঘের সভায় কী বলবেন প্রণব? সবার নজর নাগপুরের দিকে


বর্তমানে ভারী উপগ্রহ উত্ক্ষেপণের জন্য ফরাসি মহাকাশ সংস্থার সাহায্য নিতে হয় ইসরোকে। রকেটের ক্ষমতা বাড়িয়ে সেই নির্ভরতা কাটাতে চায় ইসরো।