নিজস্ব প্রতিবেদন: প্রতিক্ষার অবসান। এবার বিমানের মধ্যেও মিলবে ভয়েস কল ও ইন্টারনেটের সুবিধা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় আকাশসীমায় এতদিন এই সুবিধা পাওয়া ‌যেত না। একমাত্র আন্তর্জাতিক উড়ানেই তা পাওয়া ‌যেত। তবে ভারতের আকাশসীমায় ঢুকে পড়লে ওই পরিষেবা বন্ধ করে দেওয়া হত।


আরও পড়ুন-ডিভিশন বেঞ্চ নিরাপত্তায় সন্তুষ্ট না হলে ভোটের দিন ঘোষণার মানে কী?


কেন্দ্রীয় টেলিকম সচিব অরুণা সুন্দররাজন মঙ্গলবার সাংবদিকদের জানান, ‘বিমানে ফোন ও ইন্টারনেটের সুবিধা দেওয়া ব্যপারে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার অধিকাংশ সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ওই পরিষেবা দেওয়ার ব্যাপারে কাজ শুরু হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ওই পরিষেবা পাওয়া ‌যাবে। তবে বিদেশি বিমানগুলিতে ওই সুবিধার জন্য বিদেশি উপগ্রহের সাহা‌য্য নেওয়া ‌যাবে না। ব্যবহার করতে হবে কোনও ভারতীয় উপগ্রহের পরিষেবা।’


আরও পড়ুন-বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী অশোক মিত্র প্রয়াত


উল্লেখ্য, গত বছর জানুয়ারি মাসে ভারতের আকাশসীমায় বিমানের মধ্যে মোবাইল ও ইন্টারনেট চালু করার ব্যপারে একগুচ্ছ সুপারিশ করে ট্রাই। তাদের সুপিারিশ ছিল তিন হাজার মিটার উচ্চতার মধ্যে ওই সুবিধা দেওয়া হোক। সেই সুপরিশে সবুজ সংকেত দিয়েছে টেলিকম কমিশন।