ভোটের `পার্টিগণিত` মেলাতে রুরকিতে দল অদল বদল কং-বিজেপি প্রার্থীর
পাল্টাপাল্টি। অদল-বদল। কংগ্রেস প্রার্থী বিজেপিতে, আর বিজেপি প্রার্থী কংগ্রেসে। সংক্ষেপে এটাই উত্তরাখন্ড বিধানসভা ভোটের প্রাক্কালে সেরাজ্যের ফানি `পার্টিগণিত`।
ওয়েব ডেস্ক: পাল্টাপাল্টি। অদল-বদল। কংগ্রেস প্রার্থী বিজেপিতে, আর বিজেপি প্রার্থী কংগ্রেসে। সংক্ষেপে এটাই উত্তরাখন্ড বিধানসভা ভোটের প্রাক্কালে সেরাজ্যের ফানি 'পার্টিগণিত'।
২০১২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরাখন্ডের রুরকি বিধানসভা ক্ষেত্র থেকে ভোটে লড়াই করা কংগ্রেস-বিজেপির দুই যুযুধান প্রার্থী এই কাণ্ডটি ঘটিয়েছেন। এক জন বিজেপির ১৫ বছরের সদস্য সুরেশ চাঁদ জৈন এবং অন্য জন কংগ্রেসের প্রদীপ ব্যাটরা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বর্তমানে বিজেপি আসা একদা কংগ্রেস প্রার্থী প্রদীপ ব্যাটরার কাছে ৮০১ ভোটে হেরেছিলেন বর্তমানে কংগ্রেসে আসা, তত্কালীন বিজেপি প্রার্থী সুরেশ চাঁদ। এখন দেখার গত বারের প্রথা মেনে এই ভোটে কে জয়ী হয়, প্রতীক না প্রার্থী!