ওয়েব ডেস্ক: আমলাদের নিয়োগ ঘিরে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লির উপরাজ্যপালের সংঘাত তুঙ্গে। এরই মধ্যে পরস্পরের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ নিয়ে আজ কেজরিওয়াল ও নাজিব জঙ্গ, দুজনেই দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে। আজ সকালেই রাষ্ট্রপতির কাছে চলে যান নাজিব জঙ্গ। রাষ্ট্রপতিকে তিনি বলেন, দিল্লি সরকারের আমালাদের নিয়োগ কিংবা বদলির সাংবিধানিক অধিকার তাঁর আছে।


অন্যদিকে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কেজরিওয়াল অভিযোগ করেন, উপরাজ্যপাল যেরকম আচরণ করছেন,তাতে মনে হয় দিল্লিতে নির্বাচিত সরকার ক্ষমতায় নেই, বরং জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। পরে  মনীশ সিসোদিয়া দাবি করেন, রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের ভালই কথাবার্তা হয়েছে।