ওয়েব ডেস্ক: ২০১৬, ৮ নভেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, "রাত ১২টা'র পর থেকে গোটা দেশে অচল ৫০০ এবং হাজারের নোট"। মূলত দেশব্যাপী জাল নোটের রমরমা, কালো টাকা, সন্ত্রাস এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই সাহসী পদক্ষেপ গ্রহন করেছেন প্রধানমন্ত্রী। ব্যস! এতেই গোটা দেশে হৈ চৈ! হঠাৎ যেন সার্জিক্যাল স্ট্রাইক! আরও পড়ুন-বাজারে আসছে নতুন ১০০০ টাকার নোট


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এতদিন ধরে জমানো টাকাগুলো কী কেবল কাগজ হয়ে যাবে? ৫০০ আর হাজার টাকার নোটের মূল্য থাকবে না আর? কী হবে এবার? পুরনো টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ পৌঁছল দেশ বাসীর কাছে। ৫০০ এবং হাজার টাকার নোট বদল করে নতুন ২০০০ টাকা এবং ৫০০ টাকার নোট পাবেন গ্রাহকরা। কিছুটা স্বস্তি! আম আদমি'র মনে উৎকণ্ঠা কিন্তু কাটল না। একদিনে সর্বোচ্চ কতটাকা জমা দেওয়া যাবে? উত্তর- আড়াই লাখ। তবে আড়াই লাখ পেরিয়ে গেলে কী হবে? ২০০ গুণ জরিমানা। হ্যাঁ। একদিনে ২.৫ লাখ টাকার বেশি টাকা জমা করা যাবে না, টাকার অঙ্ক যত বাড়বে আমানতকারীর জরিমানাও হবে দ্বিগুণ। তার সঙ্গে দিতে হবে আয়করও। 


 


কত টাকায় কত জরিমানা, কত আয়কর বসবে, কত হারে আয়কর জমা দিতে হবে, তা কী জানেন? তবে জেনে নিন-