দেশের সবথেকে বেশি আয়কর দেওয়া ১৫ জনের নামের তালিকা
আপনি নিশ্চয়ই নিয়মিত সঠিক আয়কর জমা দেন। খুব ভালো। ২০১৫-`১৬ আর্থিক বছরের ১০ টা মাস তো কেটেই গেল। জানেন কি এই ১০ মাসে দেশের মধ্যে সবথেকে বেশি আয়কর দিলেন কে কে? নিন, তালিকাটা দিয়ে দেওয়া হল। এক ঝলকে দেখে নিন, ভারতের সবথেকে বেশি আয়কর দেওয়া ১৫জনের নাম।
ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই নিয়মিত সঠিক আয়কর জমা দেন। খুব ভালো। ২০১৫-'১৬ আর্থিক বছরের ১০ টা মাস তো কেটেই গেল। জানেন কি এই ১০ মাসে দেশের মধ্যে সবথেকে বেশি আয়কর দিলেন কে কে? নিন, তালিকাটা দিয়ে দেওয়া হল। এক ঝলকে দেখে নিন, ভারতের সবথেকে বেশি আয়কর দেওয়া ১৫জনের নাম।
১) আশুতোষ টাপারিয়া - ৭৫ কোটি টাকা
২) সঞ্জীব কুমার টাপারিয়া - ৬৩ কোটি টাকা
৩) অরুণাদেবী টাপারিয়া - ৩৭ কোটি টাকা
৪) অঞ্জলী আশুতোষ টাপারিয়া - ৩৬ কোটি টাকা
৫) বিবেক মেহরোত্রা - ৩০ কোটি টাকা
৬) নেমিশ শান্তিলাল শাহ - ২৩ কোটি টাকা
৭) মহেন্দ্র প্রসাদ - ২১ কোটি টাকা
৮) সলমন খান - ২০ কোটি টাকা
৯) অক্ষয় কুমার - ১৬ কোটি টাকা
১০) রণবীর কাপুর - ১৫ কোটি টাকা
১১) শাহরুখ খান - ১৪ কোটি টাকা
১২) কেতন পারেখ - ১০.৭ কোটি টাকা
১৩) জনক দ্বারকাদাস - ৯.৯ কোটি টাকা
১৪) অমিতাভ বচ্চন - ৮.৭৫ কোটি টাকা
১৫) ফলি নিরমান - ৩.৮ কোটি টাকা