নিজস্ব প্রতিবেদন : শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রযুক্তির মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্দেশ্যে লাল কেল্লা থেকে ন্যাশানাল ডিজিটাল হেলথ্ মিশনের (National Digital Health Mission) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করে মোদী বলেন, "সম্পূর্ণ প্রযুক্তিভিত্তিক এই উদ্যোগ স্বাস্থ্যক্ষেত্রের ভোল পাল্টে দেবে।" তিনি জানান, NDHM-এর মাধ্যমে প্রতিটি ভারতবাসীকে দেওয়া হবে একটি ডিজিটাল হেলথ আইডি কার্ড। এই কার্ডের মধ্যেই সেই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী থাকবে। 


এর কার্যপ্রণালী ব্যাখ্যা করে তিনি বলেন, এরপর প্রতিবার চিকিত্সকের কাছে গেলে এই ডিজিটাল আইডি ব্যবহৃত হবে। ফলে কার্ড থেকেই মিলবে এর আগে চিকিত্সা, ওষুধ, টেস্টিং, হাসপাতালের রেকর্ড ইত্যাদি। তাছাড়া প্রতিবার হাসপাতাল, প্রেসক্রিপশন, টেস্টিংয়ের নয়া রেকর্ডও এতে জোর হতে থাকবে। ফলে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা ও দ্রুততা আনা সম্ভব হবে। 


আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (AB PM-JAY)অধীনস্থ হবে এই ন্যাশানাল ডিজিটাল হেলথ্ মিশন।


শুধু স্বাস্থ্যকর্মী ও রোগী উভয়পক্ষের সুবিধাই নয়, আরও কিছু পরিষেবা মিলবে এই ডিজিটাল হেলথ আইডির মাধ্যমে। আইডি প্রদানের মাধ্যমেই যেহেতু চিকিত্সকরা কোনও রোগীর সমস্ত তথ্য পেয়ে যাবেন, সেহেতু সশরীরে উপস্থিত না হয়েও কিছু কিছু ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নেওয়া যাবে। সুবিধা হবে ই-ফার্মেসির ক্ষেত্রেও।

আরও পড়ুন : করোনা, রামমন্দির থেকে শিক্ষা নীতি - স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ এক নজরে