নিজস্ব প্রতিবেদন: জলেশ ক্রুজের প্রথম প্রিমিয়াম অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক প্রমোদতরী কর্ণিকার আনুষ্ঠানিক নামকরণ অনুষ্ঠানে পুষ্পবর্ষণ করে সূচনা করলেন শ্রেয়সী পুনীত গোয়েঙ্কা। ভারতীয় জলপরিবহণের এমন ঐতিহাসিক মুহূর্তে প্রকাশ করা হয়েছে একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বে দেশের নাম উজ্জ্বল এমন পাঁচ ভারতীয়কে সম্মান জানানো হয় অনুষ্ঠানে। ছিলেন কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় স্বর্ণপদকপ্রাপক অ্যাথলিট মিলখা সিং, দেশে প্রথম বেসরকারি টিভি চ্যানেলের দিশারি  রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র, প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন, প্রথম গ্র্যান্ড স্লাম জয়ী মহেশ ভূপতি ও এশিয়ান গেমসে প্রথম পদকপ্রাপক মহিলা বক্সার মেরি কম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুভাষ চন্দ্র। এছাড়াও ছিলেন পুনীত গোয়েঙ্কা ও অমিত গোয়েঙ্কা। 


কথি আছে, অমৃতের খোঁজে যখন সমুদ্র মন্থন করছিলেন দেবতা ও রাক্ষসরা তখন আবির্ভাব ঘটেছিল অপ্সরা কর্ণিকার। সেই কারণেই প্রমোদতরীটির নাম দেওয়া হয়েছে কর্ণিকা। ভারতের সবচেয়ে প্রাচীন শহর বারাণসীর প্রথম ঘাট মণিকর্ণিকার কথাও বা কে ভুলতে পারে!


 ভারতের প্রথম প্রমোদতরী ইতিমধ্যেই পরিষেবাপ্রদান করা শুরু করে দিয়েছে। বোধনে (প্রথম সফর) মুম্বই থেকে গোয়া পর্যন্ত যাত্রা করেছে কর্ণিকা। এরইসঙ্গে পর্যটনক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছল দেশ। প্রথম যাত্রার পর সন্তোষপ্রকাশ করেছেন যাত্রীরা। দারুণ অভিজ্ঞতা হয়েছে তাঁদের। জন্মদিন উদযাপনে প্রমোদতরীতে এসেছিলেন অক্ষতা মালি। ১৪ তলার প্রমোদতরীতে সব ধরনের বিলাসের আয়োজন রয়েছে। বহিরঙ্গের মতো প্রমোদতরীর ভিতরও তেমনই আকর্ষণীয়। দেশি-বিদেশি খানাপিনার ব্যবস্থাও রয়েছে। মনোরঞ্জনের জন্য রয়েছে ক্যাসিনো। দুটি বড় সুইমিংপুলও রয়েছে প্রমোদতরীতে। প্রমোদতরীতে রাত কাটবে একটি শহরে, সকালে উঠে যাত্রীরা দেখবেন আর একটি শহর।   


আরও পড়ুন- কলকাতাই হবে প্রাণকেন্দ্র, বাংলাকে বসাব চালকের আসনে, দৃঢ় ঘোষণা মোদীর