নিজস্ব প্রতিবেদন: চিনের ভূখণ্ডে ড্রোন আছড়ে পড়ার খবরের সত্যতা স্বীকার করল ভারতের প্রতিরক্ষামন্ত্রক। তারা জানাল, যান্ত্রিক গোলযোগের কারণে ড্রোনটি সীমান্ত পেরিয়ে চিনা ভূখণ্ডে চলে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতিরক্ষামন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতীয় ভূখণ্ডে সেনার প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল মানববিহীন একটি যান। যান্ত্রিক গোলযোগের কারণে সিকিমের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনা ভূখণ্ডে চলে যায় সেটি। ভারতীয় সেনা সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় চিনের সেনাবাহিনীকে। তার উত্তরে ড্রোনের লোকেশন জানায় চিন। গোটা ঘটনাটির তদন্ত চলছে। প্রোটোকল মেনে ভারত-চিনের মধ্যে উচ্চ পর্যায়ে কথা হয়েছে। 


আরও পড়ুন- গত ১০ বছরে শিশুদের উপর অপরাধ বেড়েছে ৫০০ শতাংশ


ডোকলাম বিবাদের কয়েক মাসের বাদে এই ঘটনায় সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এভাবে তাদের ভূখণ্ডে ড্রোন আছড়ে পড়ায় তীব্র অসন্তোষপ্রকাশ করেছে বেজিং। তাঁরা জানিয়েছে, সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত। ড্রোনটি পর্যবেক্ষণ করেছেন চিনা প্রতিরক্ষাবাহিনীর পেশাদাররা।