ওয়েব ডেস্ক : ভারত ও আমেরিকা এবার ‌যৌথ উদ্যোগে আধুনিক হেলিকপ্টার ও ইনফ্যান্টারি কমব্যাট ভেহিকেলস তৈরি করার সিদ্ধান্ত নিল। গতকাল ভারতকে এমনই একটি প্রস্তাব পাঠাল ওয়াশিংটন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ২০ জানুয়ারি আমেরিকার নতুন প্রেডিসেন্টের পদে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে তারপরই এই বিষয়ে ভারতের চুক্তি করা হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। এদিকে ভারত ইতিমধ্যেই এনিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সূত্রের খবর আগামী ১৫ বছরের জন্য ওই সামরিক সরঞ্জাম তৈরির খরচ ধরা হয়েছে ৮০০ কোটি টাকা।


ভারত ইতিমধ্যেই আমেরিকার কাছ থেকে ২২টি অ্যাপাচে ও ১৫টি চিনুক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে। ২০২০ সালের মধ্যেই ওইসব কপ্টার ভারতের হাতে চলে আসবে বলে আশা।