ওয়েব ডেস্ক : উরিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে পড়বে? এখনই অতদূর ভাবতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে সামরিক শক্তিতে ভারত যে পাকিস্তানের থেকে শত যোজন এগিয়ে সেকথা একবাক্যে মেনে নিচ্ছেন সকলেই। পঁয়ষট্টি ও একাত্তরে ভারতের সঙ্গে যুদ্ধে হেরেছে পাকিস্তান। আটচল্লিশে লুঠেরাদের আড়ালে ছায়াযুদ্ধ। তাতেও হার। নিরানব্বইয়ে কার্গিলে অনুপ্রবেশ। তাতেও পরাজয়।  ফের একবার বাতাসে যুদ্ধ যুদ্ধ গন্ধ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শক্তির ভারসাম্যে এখন কে কোথায় দাঁড়িয়ে, একবার দেখে নেওয়া যাক?


ভারতীয় সেনার জওয়ানের সংখ্যা ১৩ লক্ষ ২৫ হাজার/ পাক বাহিনীতে  জওয়ানের সংখ্যা ৬ লক্ষ ২০ হাজার
ভারতের রিজার্ভ সামরিক কর্মী ২১ লক্ষ ৪৩ হাজার/ পাকিস্তানের রিজার্ভ সামরিক কর্মী ৫ লক্ষ ১৫ হাজার
ভারতের ট্যাঙ্কের সংখ্যা ৬৪৬৪টি/ পাক ট্যাঙ্কের সংখ্যা ২৯২৪টি
ভারতের সাঁজোয়া গাড়ি ৬৭০৪ টি/ পাকিস্তানের সাঁজোয়া গাড়ি ২৮২৮ টি
ভারতের SPG-র সংখ্যা ২৯০/ পাকিস্তানের SPG-র সংখ্যা ৪৬৫
ভারতের কামানের সংখ্যা ৭৪১৪ টি/ পাকিস্তানের কামানের সংখ্যা ৩২৭৮ টি
ভারতের মাল্টিপল  রকেট সিস্টেম ২৯২ টি/ পাকিস্তানের  মাল্টিপল  রকেট সিস্টেম১৩৪ টি


রাফায়েল বিমানের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হবে  ভারতীয় বিমানবাহিনী। ইতিমধ্যেই বায়ুশক্তিতে পাকিস্তানের থেকে বহুগুণ এগিয়ে ভারত।
ভারতীয় বায়ুসেনার মোট বিমান ২০৮৬টি/ পাক বায়ুসেনায় মোট বিমান ৯২৩ টি
ভারতের ফাইটার-ইন্টারসেপ্টর ৬৭৯ টি/ পাকিস্তানের ফাইটার-ইন্টারসেপ্টর ৩০৪ টি
ভারতের ফিক্সড উইন অ্যাটাকার ৮০৯ টি/ পাকিস্তানের ফিক্সড উইন অ্যাটাকার ২৬১ টি
ভারতের প্রশিক্ষণ যুদ্ধবিমান ৩১৮ টি/ পাকিস্তানের প্রশিক্ষণ যুদ্ধবিমান ১৭০ টি
ভারতের হেলিকপ্টার ৬৪৬ টি/ পাকিস্তানের হেলিকপ্টার ৩০৬ টি
ভারতের অ্যাটাক হেলিকপ্টার ১৯ টি/ পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার ৫২ টি


নৌশক্তিতেও ভারতের থেকে বেশ কিছুটা পিছিয়ে পাকিস্তান।
ভারতের মোট নৌশক্তি ২৯৫ টি জাহাজ/ পাকিস্তানের মোট নৌশক্তি ১৯৭ টি জাহাজ
ভারতের এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ২ টি/ পাকিস্তানের এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার নেই
ভারতের হাতে ফ্রিগেট ১৪ টি/ পাকিস্তানের হাতের ফ্রিগেট নেই
ভারতের ডেস্ট্রয়ারের সংখ্যা ১০/ পাকিস্তানের ডেস্ট্রয়ার নেই
ভারতের করভেট এর সংখ্যা ২৬/ পাকিস্তানের করভেট নেই
ভারতের হাতে সাবমেরিন ১৪ টি/ পাকিস্তানের হাতে সাবমেরিন ৫টি
ভারতের উপকূলরক্ষী জাহাজ ১৩৫ টি/ পাকিস্তানের উপকূলরক্ষী জাহাজ ১২ টি
ভারতের মাইন ওয়ারফেয়ার ৬টি/ পাকিস্তানের মাইন ওয়ারফেয়ার ৩টি


তবে দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় সেনা, বায়ুসেনা কিংবা নৌসেনার তারতম্যে খুব বেশি গুরুত্ব নেই। বলছেন সামরিক বিশেজ্ঞরা।


আরও পড়ুন, পাকিস্তানের উপর চাপ বাড়াতে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করতে পারে ভারত!