নিজস্ব প্রতিবেদন: কেরল ছাড়া দেশের আর কোনও রাজ্যেই ক্ষমতায় নেই বামেরা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়ে প্রবলভাবে ক্ষমতায় এসেছে চরম দক্ষিণপন্থী বিজেপি। শুধু তাই নয়, গোটা উত্তরপূর্ব ভারতেই এখন গেরুয়া ঝড়। বিজেপির এই ‌জয়‌যাত্রায় এবার আশঙ্কিত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ত্রিপুরায় বামেদের পরাজয়ে দেশের রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে ‌যাবে বলেও মনে করছে বিভিন্ন মহল। তবে জয়রাম রমেশের বক্তব্য,‘দেশে বামেদের আরও শক্তিশালী হওয়ার দরকার। আমরা বামেদের প্রতিদ্বন্দ্বী তবুও বলব বামেরা শেষ হয়ে গেলে তার জন্য দেশকে বড় মূল্য চোকাতে হবে।’


আরও পড়ুন-'তবু মনে রেখো', অস্কারের মঞ্চে শ্রীদেবী-শশী স্মরণ


পশ্চিমববঙ্গ থেকে আগেই ক্ষমতাচ্যুত হয়েছে বামেরা। এবার ত্রিপুরা থেকেও সরতে হল তাদের। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্লেষকদের দাবি, বামেরা সেই পুরনো নীতি আঁকড়েই পড়ে রয়েছে। দলে নেই কোনও নতুন মুখ। এনিয়ে বলতে গিয়ে জয়রাম রমেশ বলেন, ‘মানুষের আশা আকাঙ্খার বদল ঘটছে। সমাজ বদলাচ্ছে। এই অবস্থায় বামেদের আত্মসমীক্ষা করার সময় এসেছে। তাঁদেরও বদলাতে হবে’


উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি-আইপিএফটি জোট পেয়েছে ৪৩ আসন। বিজেপি একাই পেয়েছে ৩৫ আসন। আর বামেদের গতবারের ৫০টি আসন কমে হয়েছে ১৫। লক্ষ্য করার মতো বিষয় হল ২০১৩ সালে ত্রিপুরা বিধানসভায় কোনও আসনই পায়নি বিজেপি। রাজ্যে বিজেপি ভোট পেয়েছিল মাত্র ১.৫ শতাংশ। এবার সেই হার এক লাফে বেড়ে হয়েছে ৪২ শতাংশ।