নিজস্ব প্রতিবেদন: কিছুটা বরফ গলল। ভারত ও চিন অবশেষে নিজেদের মধ্যে বৈঠকে বসার সিদ্ধান্ত নিল। ভারতীয় বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) সূত্রে এ খবর প্রকাশ্যে এসেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বহু মাস ধরেই পূর্ব লাদাখ গরম হয়ে আছে। দু'দেশই ক্রমশ সেনা মোতায়েন করে নিজেদের পেশিশক্তির প্রদর্শন করেছে। আলোচনায় থেকেছে এলএসি (Line of Actual Control)।


তবে নতুন বছরের আগেই দু'দেশের সেই যুদ্ধং দেহি মনোভাবে বদল এসেছে।  MEA মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, দু'পক্ষই আলোচনার মাধ্যমে তাদের বোঝাপড়ার উন্নতি ঘটাবে। যদিও পরবর্তী সেই কর্মসূচি এখনও ঠিক হয়নি। শেষ বার দু'দেশ পরস্পরের সঙ্গে আলোচনায় বসেছিল নভেম্বর মাসে।


প্রায় আট মাস ধরে দু'দেশের মধ্যে শৈত্যই দেখা গিয়েছে। এ বার হয়তো সেই পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।    


Also Read: Stop Bullying: আমেরিকাকে চিন