নিজস্ব প্রতিবেদন: কয়েক দিন আগেই চিন দাবি করেছিল লাদাখ সীমান্তের বেশিরভাগ জায়গা থেকেই সেনা সরিয়ে নিয়েছে তাঁরা। কিন্তু দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন, সেনা সরোনোর প্রক্রিয়া শুরু হলেও সম্পূর্ণ সেনা সরেনি। অদূর ভবিষ্যতে দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে সেনা সরানো হবে। সেই কথা মতো আজ ১১ টা থেকে মলদোয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চিনা দিকে দুই দেশের সেনার মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা এমনটাই খবর মিলেছে সূত্র মারফত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জুন মাসে ভারত ও চিন সংঘর্ষের পর বারবারই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানোর উদ্দেশ্যে কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আগেই অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন তাঁরা আশা করেন চিন সেনা সরানোয় সপ্রতিভ ভূমিকা নেবে। আজকেও বৈঠকে মূল আলোচ্য বিষয় সেনা সরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করা। এমনও খবর মিলেছে সূত্র মারফত।


আরও পড়ুন: পঞ্জাব বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ৮৬! দাবি উঠল মুখ্যমন্ত্রী পদত্যাগের, পাল্টা দিলেন অমরিন্দর


লাদাখ সীমান্তের গালোয়ান উপত্যকায় গত ১৫ জুন দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। শহিদ হন দেশের ২০ জন জওয়ান। তারপরই একাধিকবার সেনা সরানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলে। অবশেষে আসরে নামেন অজিত ডোভাল। তাঁর মধ্যস্থতায়ই সেনা সরাতে রাজি হয় চিন।