নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর বিষয়ে চিনের বক্তব্যের কড়া সমালোচনা করল ভারত। ফের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কাশ্মীর সমস্যা অভ্যন্তরীণ বিষয়ে। এ নিয়ে তৃতীয় পক্ষের ‘নাক গলানো’ বরদাস্ত করা হবে না।  কাশ্মীর নিয়ে নয়া দিল্লির এ হেন অবস্থানের আবহে আগামিকাল দু’দিনের ভারত সফরে আসছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মোদী-জিনপিংয়ের ‘ঘরোয়া আলোচনায়’ কাশ্মীর প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বের সঙ্গে জায়গা পাবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বিবৃতি দিয়ে জানান, জিনপিং-ইমরানের আলোচনার রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে। যেখানে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। ভারতের অবস্থান স্পষ্ট। কাশ্মীর দেশের অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশের এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। চিনও ভারতের অবস্থান সম্পর্কে অবগত বলে জানান রবীশ কুমার।


বুধবার, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন ইমরান খান। ফের কাশ্মীর নিয়ে ‘প্রোপাগান্ডা’ চালান তিনি। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, কাশ্মীর উপর কড়া নজর রাখছে বেজিং। যেখানে ভাল-মন্দ নিয়েও ওয়াকিবহাল। আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধান করতে হবে বলে জানানো হয় চিনের তরফে। পাশাপাশি ইমরান খানকে আশ্বাস দেওয়া হয়, ইসলামাবাদের প্রকৃত সমস্যার সমাধানে সহযোগিতা করবে চিন।